খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পিএসজিতে মেসির সংগ্রামের কারণ জানালেন খেলাইফি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ জেতার পর প্যারিসে সেভাবে সংবর্ধনা পাননি লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে যেমনটা বলেছিলেন তিনি। এরপর পিএসজিতে দুই মৌসুমও ভালো কাটেনি বলে জানান মেসি। ক্লাবটির সমালোচনাও করেন। এতদিন পর সেসব নিয়ে কথা বলেছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্তে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির প্রেসিডেন্ট বলেন, ‘সে (মেসি) মানুষ হিসেবে মন্দ না। তবে আমি এসব মোটেও পছন্দ করি না। আমি কেবল তাঁর কথাই বলছি না, সবাইকে নিয়েই বলতে চাই। দেখুন, আমরা তখনই কোনো কিছু নিয়ে কথা বলি, যখন আমরা সেখানে উপস্থিত থাকব। যখন চলে যাব, তখন আর এসব নিয়ে কথা বলব না। এটা অন্তত আমার বৈশিষ্ট্য নয় … আমি মেসিকে খুবই সম্মান করি। কিন্তু কেউ যদি পিএসজিকে নিয়ে বাজেভাবে বলে, সেটা কখনও ভালো হতে পারে না। যদি কেউ বলে, বিশ্বকাপ জেতার পর আমরা তাঁকে সংবর্ধনা দিইনি। আসলে আমরা ফ্রান্সের মানুষ, সে এই ফরাসিদের বিপক্ষেই জিতেছিল, এটা বুঝতে হবে।’

এদিকে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আবার সরগরম শীতকালীন দল বদলের বাজার। তাঁর রিয়ালে যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, আবার লিভারপুলও নাকি তাঁকে চাচ্ছে।

এমন গুঞ্জনের মাঝে খেলাইফির ভাষ্য, ‘আমি কোনো কিছুই আড়াল করার চেষ্টা করছি না। আমি চাই, কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থাকবে। সে বিশ্বের সেরা ফুটবলার এবং তার জন্য সেরা ক্লাব অবশ্যই পিএসজি। আমার পরিকল্পনাই তাকে ঘিরে। আমরা অনেক কিছু করেছি ক্লাবে, কিছু কিছু কাজে লেগেছে অন্য কিছুর চেয়ে বেশি। আমরা ভুলও করেছি এবং সেটা স্বাভাবিকই। এখন মূলত ফরাসি ফুটবলারদের নিয়ে তরুণ একটি দল আমরা, কোনো তাড়া নেই আমাদের, এখন আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদি।’

লুইস এনরিকে কোচ হিসেবে পিএসজিতে নাম লেখানোর পর তাদের খেলার ধরনে অনেকটা পরিবর্তন দেখছেন খেলাইফি। যেটা তাঁর এবং দলের জন্যও সুখকর মনে করছেন পিএসজির এই কর্তা, ‘আমরা একটি দল গড়ে তুলেছি, যারা টেকনিক্যাল দিক থেকে আঁটসাঁট, আমাদের খেলার ধরন বদলে গেছে এবং এই দলকে এখন দেখাটা দারুণ তৃপ্তির। আমরা এখন দল হিসেবে খেলি, দল হিসেবে রক্ষণ সামলাই, এটা অসাধারণ ব্যাপার।’

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!