ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে তারকাদের হাট বসলেও এবার দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। যে কারণে টাইগার সমর্থকদেরও অন্যবারের তুলনায় আইপিএল উন্মাদনা কিছুটা কম।
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হচ্ছে আজ। এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। শুক্রবার (১১ এপ্রিল) উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। রাওয়ালপিন্ডির মাঠে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১৮ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা টানবে পিএসএল।
নতুন মৌসুমের ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন দাস খেলবেন করাচি কিংস দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। এই দুজনকে সিলভার ক্যাটাগরি থেকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে তারা বিসিবি থেকে অনাপত্তি পত্র পেয়ে পাকিস্তানে অবস্থান করছেন।
ড্রাফট থেকে দল পেয়েছেন পিএসএলের গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার ও বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি। বিসিবি থেকে আংশিক এনওসি পেয়েছেন নাহিদ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শেষে পিএসএলের দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই দলের একমাত্র লেগ স্পিনার হিসেবে সেরা একাদশে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গা পাওয়ার সম্ভবনা প্রবল। রিশাদের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা বোলার বিপিএলের এবারের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলেছেন। যে দলের অপরিহার্য অংশ ছিলেন রিশাদ হোসেন। এমনকি ফাইনাল ম্যাচে রিশাদের ব্যাটে চড়েই শিরোপা জিতেছিল বরিশাল। সবমিলিয়ে এই তরুণ ক্রিকেটারকে পিএসএলের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে।
পিএসএলের ম্যাচ কোথায় দেখবেন
বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে লিটন-রিশাদদের খেলা। এ ছাড়া পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও পিএসএল উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা।
খুলনা গেজেট/জেএম