খাগড়াছড়িতে একই স্থানে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ও খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশের কথা জানানো হয়।
এতে বলা হয়, খাগড়াছড়িতে ইফতার মাহফিল ও সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এজন্য শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খাগড়াছড়ি বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারামতে এ নিষেধাজ্ঞা থাকবে।’ অপরদিকে শুক্রবার জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন থেকে ইফতার পার্টিতে বাঁধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি ঘোষণা দেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টা কলাবাগানস্থ “বৈঠকে” জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন থেকে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া। ইফতার পার্টিতে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
খুলনা গেজেট/এনএম