খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার পৌরসভার সামনে নাগরিক কমিটির গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পানির মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে রোববার (২৫ জুন) সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জেলা নাগরিক কমিটি। শুক্রবার(২৩ জুন) সকাল ১০টায় সংগঠনের এক সভা এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক নেতা ওবায়দুস সুলতান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, শেখ হারুণ অর রশিদ, আব্দুস সাত্তার, মো.ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আবুল কালাম আজাদ, এড. মুনির উদ্দীন, কওসার আলী, নিত্যানন্দ সরকার, গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

সভায় বলা বলা হয়, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির মূল্য বাড়িয়ে ১শ’ থেকে ৪শ’ টাকা করাকে অযৌক্তিক সিদ্ধান্ত মনে করছেন পৌরবাসী। কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ পানি বিল কয়েক গুন বাড়ানো হয়েছে। যেটা পৌরবাসীর জন্য মাড়ার উপর খাড়ার ঘা। পৌরসভার সরবরাহকৃত পানির মূল্য অযৌক্তিকভাবে কয়েক গুন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে পৌরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ ও পূর্বের নির্ধারিত মূল্য করার জোর দাবি তুলেছেন তারা। একই সাথে পানির মূল্য অযৌক্তিকভাবে কয়েক গুন বৃদ্ধির প্রতিবাদে রোববার (২৫ জুন) সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ পানির গ্রাহক নিয়মিত পানি পান না। যে পানি সরবরাহ করা হয় তা ব্যবহারের উপযোগী নয়। কমপক্ষে ৭৫ ভাগ গ্রাহকের পানির মিটার নেই। ফলে কোন গ্রাহক প্রতি মাসে ১০ কিউবিক মিটার পানি ব্যবহার করে যে পরিমান বিল প্রদান করেন, আবার কোন গ্রাহক ১০০ কিউবিক মিটার পানি ব্যবহার করে সেই একই বিল প্রদান করেন। অবৈধ ভাবে সংযোগ নেওয়া গ্রাহকদের চিহ্নিত না করেই তাদেরকে পানি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়। পানি সরবরাহ শাখার অনেক কর্মচারী কোন কাজ না করেই মাসে মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন। পৌরসভায় গণশুণানীতে উত্থাপিত ও নাগরিকদের এধরনের অসংখ্য অভিযোগের সমাধান না করেই এবং সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়ে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি পানির অতিরিক্ত বিল প্রত্যাহারে গণদাবী আদায়ে পৌরবাসীকে রোববারের গণ অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!