খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

পানির বোতলে মিলছে ভয়ানক জীবাণু, নিরাপদ থাকতে যা করবেন

লাইফ স্টাইল ডেস্ক 

আপনার পুনঃব্যবহারযোগ্য পানির বোতলটি কতটা পরিষ্কার? একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই বোতলগুলোতে টয়লেট সিটের তুলনায় ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণা থেকে জানা গেছে, পানির বোতলগুলো যেন বা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির ক্ষেত্র।

গবেষকরা বিভিন্ন ধরনের পানির বোতলের অংশ, যেমন স্পাউট ঢাকনা, স্ট্র ফিটেড ঢাকনা এবং স্কুইজ-টপ ঢাকনা, তিনবার করে সোয়াব করে পরীক্ষা করেছেন। তারা দুই ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন. যার একটি গ্রাম-নেগেটিভ রড এবং অন্যটি ব্যাসিলাস। গবেষকরা পানির বোতলের জীবাণুর পরিমাণ জানাতে বেশ কিছু উদাহরণ সংযুক্ত করেন। যা থেকে জানা যায়-

# রান্নাঘরের সিঙ্কের চেয়ে দ্বিগুণ: পানির বোতলে রান্নাঘরের সিঙ্কের তুলনায় দ্বিগুণ ব্যাকটেরিয়া থাকে।

# কম্পিউটার মাউসের চেয়ে চার গুণ: এটি একটি কম্পিউটার মাউসের তুলনায় চার গুণ বেশি ব্যাকটেরিয়া বহন করে।

# পোষা প্রাণীর পানির বাটির চেয়ে ১৪ গুণ: এমনকি পোষা প্রাণীর পানির বাটির তুলনায়ও এতে ১৪ গুণ বেশি ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

#পানির বোতলে পাওয়া ব্যাকটেরিয়া কতটা বিপজ্জনক: লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মলিকিউলার মাইক্রোবায়োলজিস্ট ড. অ্যান্ড্রু এডওয়ার্ডস বলেন, মানুষের মুখে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। তাই পানির বোতলে মাইক্রোব থাকাটা আশ্চর্যের কিছু নয়।

ইউনিভার্সিটি অব রিডিং-এর মাইক্রোবায়োলজিস্ট ড. সাইমন ক্লার্ক বলেন, এই ব্যাকটেরিয়া সবসময় বিপজ্জনক নয়। তিনি বলেন, আমি কখনো শুনিনি কেউ পানির বোতল থেকে অসুস্থ হয়েছে। ঠিক যেমন কলের পানি থেকে কেউ অসুস্থ হয় না। বোতলে থাকা ব্যাকটেরিয়া সাধারণত মানুষের মুখে ইতিমধ্যে থাকা ব্যাকটেরিয়া থেকে আসে।

কোন ধরনের বোতল সবচেয়ে নিরাপদ: গবেষণায় দেখা গেছে, তিন ধরনের বোতলের মধ্যে স্কুইজ-টপ বোতল সবচেয়ে পরিষ্কার। এতে স্ক্রু-টপ বা স্ট্র-ফিটেড ঢাকনাযুক্ত বোতলের তুলনায় এক-দশমাংশ ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

বোতল কতবার পরিষ্কার করা উচিত: বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন:

# প্রতিদিন পরিষ্কার করুন: গরম সাবান পানি দিয়ে দিনে অন্তত একবার বোতল ধুয়ে ফেলুন।

# সপ্তাহে একবার জীবাণুমুক্ত করুন: সপ্তাহে অন্তত একবার বোতলটি জীবাণুমুক্ত করুন।

# অতিরিক্ত সতর্কতা: যদি আপনি অসুস্থ হন, খাওয়ার সময় বোতল ব্যবহার করেন, বা পানি ছাড়া অন্য কিছু দিয়ে বোতল ভরেন, তবে আরও ঘন ঘন পরিষ্কার করুন।

আপনার পানির বোতলকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি। সঠিক যত্ন নিলে এই বোতলগুলো আপনার স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। তাই নিয়মিত পানির বোতলটি ভালো করে ধুয়ে নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!