প্রথম ম্যাচে অসাধারণ জয়, আর দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই পেলোনা লাল সবুজের মেয়েরা। বল হাতে ব্যাট হাতে দাপুটে খেলে বড় জয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা।
সিনহালিজ ক্রিকেট ক্লাব মাঠে বৃহস্পতিবার মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিং করতে নেমে ১০০ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল। রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ব্যাট করতে নেমে শুরুটা বাংলাদেশের ভালো ছিল। কিন্তু খেই হারিয়ে উইকেট বিলিয়ে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং পুঁজি গড়তে পারেননি জ্যোতিরা। ৫৩ রানে ২ উইকেট থেকে ১০০ রানে অলআউট হয় সফরকারীরা। ৪৭ রানের ব্যবধানে পড়ে ৯ উইকেট।
সর্বোচ্চ ১৮ রান করে আসে শামিমা সুলতানা-সোবহানা মোস্তারির ব্যাট থেকে। রুবি হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। অধিনায়ক জ্যোতিসহ (৭) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি বাকিরা। লঙ্কান মেয়েদের হয়ে ২টি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগন্ধা কুমারি, ইনোকা রানাভিরা ও কাভিশা দিলহারি।
অল্প লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় দুর্দান্ত। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করে ৪২ রান। এরপর ৩ উইকেটের পতন হলেও তাদের জয়ে বাঁধা সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে। হারশিথা সামারাবিক্রমা ২৯ ও দিলহারি ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
একই মাঠে দুই দল সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে কাল। ১-১ সমতা হওয়াতে এই ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।যে জিতবে ট্রফি তার। এর আগে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারে। এবার কি পারবে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে?
খুলনা গেজেট/ এসজেড