খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত‌ হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন ছাত্রসমাজ যশোরের উদ্যোগে মানববন্ধনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সিটি কলেজ, এম এম কলেজ, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজসহ বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি। ফলে জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারকবাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে।

তারা আরো বলেন, দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাঠ্যপুস্তকে ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না: যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও মূল্যবোধকে আঘাত করে।এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কনটেন্ট বইতে রাখা যাবে না। একইসাথে গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামী বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর ফিরোজ আহমেদ,‌ মুফতি আমানুল্লাহ কাসেমী, যবিপ্রবির শিক্ষার্থী আব্দুল আহাদ, মাসুদ রানা, এম এম কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন, পলৈটেকনিক কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান, জারিফ হোসেন, কওমী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ও সিটি কলেজের শিক্ষার্থী তারিক উদ্দিন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!