সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে একমত হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ নিয়ে গত ১২ ফেব্রুয়ারি এক বৈঠকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন মতৈক্যে এসেছে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী প্রতি দুই বছরে ২০টি হিন্দি সিনেমা মুক্তি পাবে দেশে।
এ সিদ্ধান্তগুলো নিয়ে ১৯ সংগঠন রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভারতের চলচ্চিত্র আমদানির বিষয়ে মন্ত্রীকে লিখিত প্রস্তাব দেন। সংগঠনগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠকও করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তাদের মধ্যে মিটিংয়ে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। বৈঠক নিয়ে তিনি বলেন, ‘আজকে তথ্য মন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক ছিল। তিনি আমাদের জানিয়েছেন, আপনাদের ১৯ সংগঠন যেহেতু বিষয়টি নিয়ে মতৈক্যে পৌঁছেছেন সেক্ষেত্রে আমাদেরও কোনো সমস্যা নেই। বিষয়টি নিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছেন বলে জানান। তিনি আমাদেরকে জানান, যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’
সেই হিসেবে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাওয়ার নিয়ে আর কোনো বাঁধা নেই। এ নিয়ে কথা সিনেমাটি আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুনের সঙ্গে।
তিনি বলেন, ‘মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমাদের সংগঠনগুলোর প্রতিধিনির সঙ্গে আমার কথা হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো সমস্যা নেই। এখন শুধু অনুমোদন পত্রটা হাতে পাওয়ার অপেক্ষা। লিখিত অনুমোদন হাতে পেলেই মুক্তি তারিখ ঘোষণা করব আমরা।’
খুলনা গেজেট/ এসজেড