মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উদ্ধারকৃত মালবোঝাই কাভার্ডভ্যানটি ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের পন্টুনে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, নয়টি ট্রাক-কাভার্ডভ্যান নিয়ে পদ্মায় ডুবে যায় রজনীগন্ধা নামে একটি ফেরি। সেখান থেকে মালবোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছে। বাকি সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি রজনীগন্ধা ৭টি ছোট ও দুটি বড় ট্রাক বুকিং দিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় আসার পর সকাল সাড়ে ৮টার দিকে নদীতে মালবাহী ব্লাল্কহেডের ধাক্কায় মাঝ নদীতে ফেরিটি ডুবে যায়।
খুলনা গেজেট/ টিএ