ঘন কুয়াশায় প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ঘন কুয়াশায় গত রাতে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। দুর্ঘটনার এড়াতে রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ১১টা ৪০ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।’’
নাসির মোহাম্মদ চৌধুরী আরো বলেন, ‘‘ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’’
খুলনা গেজেট/এনএম