খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গেজেট ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিউল ইসলাম নামের নিহত ওই বাংলাদেশি উপজেলার কলাবাগান গ্রামের চেনু মিয়ার ছেলে। এ সময় ওই গ্রামের হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন।

রোববার (২ এপ্রিল) সকালে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত রবিউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে আহত শহিদুল রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানায়, রবিউল ও শহিদুলসহ কয়েকজন বাংলাদেশির একটি দল ভারতীয় গরু আনতে শমসেরনগর সীমান্তে যান। এ সময় বিএসএফের টহল দল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই রবিউল মারা যান। আর পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শহিদুল। পরে সঙ্গে থাকা অপর বাংলাদেশিরা রবিউলের মরদেহসহ শহিদুলকে উদ্ধার করে নিয়ে আসে।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম মাহবুবুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানান হবে’।

ওসি ওমর ফারুক জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!