খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে- গত ২১আগষ্ট সকাল সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা উপজেলার ছোট কাশিপুর গ্রামে। এঘটনায় পাটকেলঘাটা থানায় ৭ জনের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছে আহত আলাউদ্দিনের পিতা শেখ নুর ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের শেখ আব্দুল করিম, মুজিবার রহমান বাবু, মাসুদুর রহমান মিলন, আনছার আলী, শেখ বাপ্পি, মকবুল হোসেন ও ওমর আলীর সাথে বিরোধ চলে আসছে।

সুত্র ধরে গত ২১আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ব্যবসায়ী আলাউদ্দিন বাড়ী থেকে সাতক্ষীরায় কাজে যাওয়ার পথে পাটকেলঘাটার চৌগাছা গ্রামস্থ দাইপাড়ার মোড়ে পৌছানো মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা এজাহারে উল্লিখিত সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে ধারালো দা, লোহার রড ও বাশের লাঠি নিয়ে এলোপাতাড়ী ভাবে হামলা করে। তাদের হামলায় ব্যবসায়ী আলাউদ্দিন (৩৪)গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে মাটিতে লটিয়ে পড়ে। পরে হামলাকারী মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করে। এসময় হামলাকারী সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ১৪ হাজার, ৫শ,৭০টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এঘটনায় আহত ব্যবসায়ী আলাউদ্দিনের পিতা শেখ নুর ইসলাম বাদি হয়ে ন্যায় বিচারের দাবিতে পাটকেলঘাটা থানায় একটি এজাহার দিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!