খুলনার ফুলতলা উপজেলার ইষ্টার্ণ জুটমিল গেটের সামনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ও ইষ্টার্ণ জুটমিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শ্রমিকনেতা মেহেদী হাসান বিল্লালের পরিচালনা করেন।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারীতে পুরো দেশের মানুষের জীবন-জীবিকা বিপন্ন। ঠিক এ সময়ে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে স্থায়ী ও অস্থায়ী মোট প্রায় ৫০ হাজার শ্রমিক বেকার করে দিল সরকার। এ দুর্যোগে সারা দুনিয়ার নানা প্রণোদনা দিয়ে মানুষের জীবিকা রক্ষার চেষ্টা চলছে। অথচ বাংলাদেশে করোনা মহামারীর সুযোগ নিয়ে সোনালী আঁশের ঐতিহ্যবাহী পাটকল বন্ধ করে দিল।
শ্রমিক জনসভায় বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন, জনার্দন দত্ত নাণ্টু ও যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, মুনীর চৌধুরী সোহেল, আনিসুর রহমান মিঠু, গাজী নওশের আলী, মিজানুর রহমান বাবু, এসএম চন্দন, আহসান হাবিব, অলিয়ার রহমান, মোঃ নূরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, সামশেদ আলম শমশের, জাকির হোসেন চুন্নু, নজরুল ইসলাম মল্লিক, গাজী আফজাল হোসেন, আল আমিন শেখ ও সোমনাথ দে প্রমুখ। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিসি অফিস ঘেরাও কর্মসূচি সফলের জন্য শ্রমিকসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট/এআইএন