অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, ভুলনীতি পরিহার, দুর্নীতি-লুটপাট বন্ধ ও মিলগুলো আধুনিকায়ন করা এবং শ্রমিকদের সকল পাওনা মুজরি-বোনাম অবিলম্বে পরিশোধ করাসহ ১৪দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বানে আজ সোমবার (১৭ আগস্ট) খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বজলুর রশীদ ফিরোজ, আব্দুল্লাহেল ক্বাফী রতন, জোনায়েদ সাকী, মোশারেফ হোসেন নান্নু, ইকবাল কবীর জাহিদ, সরদার রইস উদ্দিন, সত্যজিৎ বিশ্বাস, জনার্দন দত্ত নাণ্টু, এইচএম শাহাদাৎ, মিজানুর রহমান বাবু, আনিসুর রহমান মিঠু, মুনীর চৌধুরী সোহেল, সুভাষ সাহা, মোজাম্মেল হক, আব্দুল করিম, এসএম চন্দন, মনিরুল হক বাচ্চু, মোস্তাফা খালিদ খসরু, কোহিনুর আক্তার কণা, শ্রমিক নেতা বরকত আলী, আরমান আলী, নজরুল ইসলাম মল্লিক, নূরুল ইসলাম, অলিয়ার রহমান, বাচ্চু বেপারী, আলমগীর হোসেন, এখলাস মোল্যা ও সামশের আলম, সনজিত মন্ডল, আল আমিন শেখ ও সোমনাথ দে প্রমুখ।
রাষ্ট্রায়ত্ব পাটকল পুনরায় চালু ও দুর্নীতি বন্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দৌলতপুর নতুর রাস্তার মোড়ের অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
খুলনা গেজেট/এআইএন