খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

পাটকল চালুর দাবিতে সমাবেশস্থল থেকে আটক ৩, আ’লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর খালিশপুরে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যপরিষদের আহবানে সমাবেশস্থল ও মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের বিষয়টি অস্বীকার করছে খালিশপুর থানা পুলিশ। সকল রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে চালু এবং শ্রমিকের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের আহবানে আজ রবিবার বিকেলে কফিন মিছিলের কর্মসূচি ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুজয় শুভকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সকল রাষ্ট্রায়ত্ত পাটকল অনতিবিলম্বে চালু এবং শ্রমিকের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কৃষক-ছাত্র-জনতা ঐক্য ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে। একই দাবিতে গত ২ অক্টোবর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে, পাটকল সম্পর্কে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে খালিশপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!