কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি। দিনভর হিসেব শেষে বিকেলে জানানো হয়, ৮টি লোহার দানবাক্স থেকে মিলেছে এ পরিমাণ টাকা। নগদ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা, স্বর্ণও দান করেছেন অনেকে। করোনার কারণে এবার ৫ মাস পর খোলা হয়েছে দানবাক্স।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এবার সবচেয়ে বেশি ১৪ বস্তা টাকা হয়েছে। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদরাসার ৬০ জন ছাত্র শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
খুলনা গেজেট/কেএম