ভারত-শাসিত কাশ্মিরের পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর পালটা জবাব হিসেবে রাতেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। আজ সকাল থেকেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ চলছে দুদেশের। এতে অন্তত সাত জন নিহত হয়েছে বলে দাবি করেছে পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য মৃতের সংখ্যা ১০ জন বলে দাবি করছে।
জম্মু ও কাশ্মিরের লাইন অব কন্ট্রোলে গোলাবর্ষণে হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের এক কর্মকর্তা। পিটিআই জানিয়েছে, দুই শিশু ও একজন মহিলাসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। একই হামলায় ৩৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে।
ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে জানিয়েছে, ভারতীয়দের মৃতের সংখ্যা ১০ জন ছাড়িয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মিরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে।
ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মিরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ভারত দাবি করছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনার হামলা চালায়নি তারা। এর মধ্যে জিও নিউজ, আলজাজিরাসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, ভারত ইতোমধ্যে সাদা পতাকা উত্তোলন করেছে।
খুলনা গেজেট/এনএম