তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই সিরিজটা নিয়ে শঙ্কা শুরু হয়েছে। নতুন অধ্যায়ে আফগানিস্তানের ক্রিকেট কীভাবে চলে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডও সিরিজের জন্য দল ঘোষণা করেনি, অনুশীলনও শুরু করেনি।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রস্তাবিত তিন ওয়ানডের সিরিজ আয়োজনের পথে এরপর বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের আগ্রাসন। সিরিজটা নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কায় এই মুহূর্তে লকডাউন চলছে।
সিরিজটা শেষ পর্যন্ত যখন না হওয়ারই শঙ্কা জেঁকে বসেছিল, হঠাৎ ভেসে এল সুসংবাদ, পাক–আফগান সিরিজের ভেন্যু শ্রীলঙ্কা থেকে সরিয়ে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। এর আগে জানা গিয়েছিল, পাকিস্তানের মাটিতেই এই সিরিজ হওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, প্রতিবেশি দেশ আফগানিস্তানের খেলোয়াড়দের ভিসা দিয়েছে পাকিস্তান।
সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট দলের যাতায়ত এবং অন্যান্য সমস্যার কথা ভেবেই সিরিজের ভেন্যু পাল্টে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। এ সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে যাবে আফগানিস্তান। ৩ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। কোন মাঠে এই সিরিজ হবে তা এখনো জানায়নি পিসিবি।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে দেশটির পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তান দল আজ সোমবার অথবা কাল মঙ্গলবার পাকিস্তানে যেতে পারে। ‘হ্যাঁ, পুরো আফগানিস্তান দলকেই ভিসা দিয়েছে পাকিস্তান, আশা করা যাচ্ছে তারা সোমবার বা মঙ্গলবারের মধ্যে যেকোনো সময় সীমানা পার করবে’—সূত্রকে উদ্ধৃত করে লিখেছে দ্য নিউজ।
তিন ওয়ানডের সিরিজটি ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বের অংশ, যেটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাঠে। কিন্তু করোনার কারণে ৩০ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আপাতত সেখানে কোনো ধরনের খেলা আয়োজিত হবে না। শ্রীলঙ্কায় এখন সিরিজটি আয়োজন সম্ভব নয় বলেই জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র, ‘হ্যাঁ, এটা ঠিক যে শ্রীলঙ্কা এখন কোভিড-১৯–সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মধ্যে আছে। দেশটা এখন সিরিজটার আয়োজক হওয়ার মতো অবস্থায় নেই। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বোর্ড সমস্যার সমাধানে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) সাহায্য চাইতে পারে।’
দ্য নিউজ এর আগে জানিয়েছিল, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে পাকিস্তানের মাটিতেই সিরিজটা আয়োজনের সম্ভাবনা প্রতিদিন একটু একটু করে বাড়ছে। দ্য নিউজ লিখেছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন শ্রীলঙ্কার বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে, যে সিদ্ধান্ত সোমবার (আজ) আসতে পারে। তারপর পরিস্থিতি আরও অনেক পরিষ্কার হয়ে যাবে।’
তবে দ্য নিউজই আবার এর আগে জানিয়েছিল, আফগানিস্তানিদের পাকিস্তানের ভিসা দেওয়া মানে সিরিজ নিশ্চিতভাবে পাকিস্তানেই হচ্ছে, এমন নয়। পিসিবির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি লিখেছে, ‘এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে সিরিজটা আয়োজন করা সহজ হবে না। কারণ, সফলভাবে কোনো দলকে আতিথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ আছে।’
পিসিবির ওই সূত্র দ্য নিউজকে বলেছে, পাকিস্তান বোর্ড সিরিজটা পাকিস্তানের মাটিতে আয়োজনের প্রস্তাব আরও আগেই দিয়েছিল। ‘পিসিবি আসলেই আফগান ক্রিকেটকে শ্রীলঙ্কার বদলে সিরিজটা পাকিস্তানে খেলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ওরা (আফগানিস্তান) দ্বীপ দেশটিকেই বেছে নিয়েছে। এখন কয়েক দিনের মধ্যেই সবকিছু আয়োজন করা পিসিবির জন্য কঠিন হবে। দুই দলের অনুশীলন, হোটেল বুকিং, ভেন্যু বেছে নেওয়া, আর সবকিছুর ওপরে নিরাপত্তাবিষয়ক সব ধরনের ব্যবস্থা নেওয়া অনেক বড় চ্যালেঞ্জ হবে’—দ্য নিউজে বলেছে পিসিবির ওই সূত্র।
খুলনা গেজেট/ টি আই