খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই দিয়ে সেমিফাইনাল শুরু আজ

দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বের পর শেষ হয়ে গেল সুপারটুয়েলভের লড়াই। এবার শুরু হচ্ছে সেমিফাইনালের উত্তাপ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়৷

গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। অপরদিকে ‘বি’- গ্রুপে শেষ মুহূর্তের অনিশ্চয়তা কাটিয়ে রানার্সআপ হয়ে সেমির টিকেট পেয়েছে পাকিস্তান। এবার দুদল মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার মিশনে।

২০২১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান। একই প্রতিপক্ষের কাছে ফাইনালে হার মানে নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়া বাদ পড়েছে সুপার টুয়েলভ থেকে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শুরু হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। ভারতের কাছে শেষ বলের দুঃখ নিয়ে আসর শুরু করে পাকিস্তান। আসরে শুরুটা ভিন্ন স্বাদে হলেও সেমির মঞ্চে খেলার স্বাদ পাচ্ছে দুদল।

সিডনির পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরূপে আবির্ভূত হবে আজ। রিপোর্ট বলছে, ২০০ রান তোলা সম্ভব। সেক্ষেত্রে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজিল্যান্ডের সুবিধা, তারা সবসময় সেখানে খেলে। ব্যাটিং অর্ডারে অধিনায়ক কেইন উইলিয়ামস ছাড়া চিন্তা নেই কাউকে নিয়ে। নামটি উইলিয়ামস বলে চিন্তার মাঝেও ভরসা করতে পারে ব্ল্যাকক্যাপরা।

পাকিস্তানের বড় শক্তি বোলিং। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দুর্দান্ত পেস আক্রমণের পাশাপাশি অলরাউন্ডার শাদাব খানের কার্যকরী ভূমিকা নির্ভার রাখছে অধিনায়ক বাবর আজমকে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তো তাজা সঙ্গী।

এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। ২০০৯ এর পর শিরোপা অধরা পাকিস্তানের। নিউজিল্যান্ড সবার আগে সেমিতে এলেও পাকিস্তান এসেছে ধুঁকে ধুঁকে। তবে মাঠে নামার আগে পুরোনো কথা ভুলে ফাইনালে উঠতে সম্ভাব্য সবই করবে দুই দল, সেটি না বললেও চলে।

মুখোমুখি দেখায় গত পাঁচ টি-টোয়েন্টিতে ৪ বার জয় পেয়েছে পাকিস্তান। এদিক থেকে এগিয়ে বাবরের দল। সবশেষে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতে পাকিস্তান। তা ছাড়া বিশ্ব মঞ্চেও কিউইদের বিপক্ষে রেকর্ড কথা বলছে পাকিস্তানের পক্ষে। তবে চলমান বিশ্বকাপের ফর্ম ধরে রেখে ম্যাচ খেললে নিউজিল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছুর উত্তর জানা যাবে আজ। সিডনিতে ফাইনালের টিকেট পেতে দুদলই লড়বে সমানে সমান।

সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড) : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লোকি ফার্গুসন, ইশ সোদি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!