খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পাকিস্তান দলে নতুন মুখ, ছিটকে গেলেন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম ও ওপেনার ইমাম উল হক। বাবরের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ১৭ সদস্যের দলে নতুন মুখ ২৪ বছর বয়সী ইমরান বাট।

বাবর ও ইমাম, দুজনই আঙুলের ইনজুরিতে ভুগছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ইমাম। ২৬ ডিসেম্বর শুরু হওয়া প্রথম টেস্টের আগে দুজনের কেউই সুস্থ হতে পারবেন না। আজ সোমবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান।

এ ব্যাপারে পাকিস্তান কোচ মিসবাহ-উল হক বলেন, ‘প্রথম টেস্ট যখন হওয়ার দুই সপ্তাহ আগে ইনজুরিতে আক্রান্ত হলেও এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি বাবর। ইমামও প্রথম টেস্টের আগে সুস্থ হতে পারবে না বলে দলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় টেস্টে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী।’

ইমামের পরিবর্তে প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন ইমরান বাট। ২০১৯-২০ ঘরোয়া আসর কায়েদে আজম ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছিলেন ইমরান। ৬২ গড়ে ৯৩৪ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে আবিদ আলী, আজহার আলী, ফওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, ফাহিম আশরাফ, শান মাসুদ, সোহাইল খান ও ইয়াসির শাহকে।

দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ফাহিম আশরাফ। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন তিনি। আর করোনাভাইরাসের কারণে সর্বশেষ ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানো হারিস দলে ফিরেছেন।

তার পরও প্রথম টেস্টে ভালো করতে আশাবাদী পাকিস্তান কোচ, বাবর ও ইমাম না থাকলেও দলের বাকি সদস্যদের নিয়ে আমরা আশাবাদী। প্রথম টেস্টে যারা সুযোগ পাবে, তারা নিজেদের মেলে ধরতে পারবে বলে আমাদের বিশ্বাস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল বাবরের। কিন্তু তা দীর্ঘায়িত হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে টেস্ট সিরিজ। আর ২ জানুয়ারি থেকে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান ও ইয়াসির শাহ।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!