খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

পাকিস্তান ও মালয়েশিয়ায় ঈদুল ফিতর বুধবার

গেজেট ডেস্ক

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তান ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় মঙ্গলবার (৯ এপ্রিল) দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ।

পাকিস্তানে বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছিল, আজই চাঁদ দেখা যাবে।

সংস্থাটি জানায়, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।

আবহাওয়া অফিস আরও বলেছিল, সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

দেশটির চাঁদ দেখা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যার মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কমিশনের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শেখপুরা, সারাই আলমগীর, সুখুর এবং করাচি থেকে চাঁদ দেখার জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া কাসুর এবং গুজরানওয়ালা থেকেও চাঁদ দেখার খবর পাওয়া যায়।

পাকিস্তানে সৌদি আরবের একদিন পর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। এরফলে ধারণা করা হয়েছিল, দেশটিতে ঈদ হবে সৌদির একদিন পরই। কিন্তু রোজার শুরুর দিনে তফাৎ থাকলেও সৌদি-পাকিস্তানে ঈদ একইদিনে উদযাপিত হতে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের কেরালা ও খারগিলে আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তবে দেশটির রাজধানী দিল্লিসহ বড় বড় অঞ্চলগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে যেসব অঞ্চলে চাঁদ দেখা গেছে সেসব জায়গায় কাল ঈদুল ফিতর পালিত হবে। আর দিল্লিসহ অন্যান্য জায়গায় ঈদ হবে বৃহস্পতিবার।

পাকিস্তানের মতো আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিল বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। তবে বাংলাদেশের কোথাও আজ চাঁদ দেখা যায়নি। ফলে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ মুসলিম দেশে নানান আয়োজনে পালিত হবে ঈদ। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে মালয়েশিয়ায় এবার রমজান মাস ২৯ দিন স্থায়ী হয়েছে। যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাসিন্দারা ৩০টি রোজা রেখেছেন।  মালয়েশিয়ায় রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। ওই একই দিনে বাংলাদেশেও পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হয়েছিল।

মালয়েশিয়ায় বাংলাদেশের সঙ্গে একই দিনে রমজান শুরু হলেও; ঈদ উদযাপিত হচ্ছে সৌদির সঙ্গে।

সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠাকিভাবে ঘোষণা দিয়েছে দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার ১০ এপ্রিল।

মালয়েশিয়ায় ঈদুল ফিতর “হারি রায়া এদিলফিতরি” নামে পরিচিত।

এদিকে গতকাল সোমবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ১০ এপ্রিল ঈদ পালিত হবে।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১১ মার্চ থেকে। সে হিসেবে গতকাল দেশগুলোতে রমজানের ২৯তম দিন ছিল।

তবে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারে গতকাল সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। আর এ কারণে এ দুটি দেশে আজ মঙ্গলবারই ঈদ পালিত হচ্ছে। দেশগুলোর বাসিন্দারা ২৯টি রোজা রেখেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে বিবিসি হাউসা।

অপরদিকে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানায়।

আফ্রিকার এ দুটি দেশে মঙ্গলবার ঈদ হলেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো কাল বুধবারই ঈদ পালন করবে।

শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় মহিমান্বিত দেশ পবিত্র রমজান মাস। এরপর শুরু হয় খুশির ঈদ।

বাংলাদেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। দেশের কোথাও চাঁদ দেখা গেলে কমিটির কাছে জানানোর আহ্বান জানানো হয়েছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার বাংলাদেশে রমজানের ২৯তম দিন ছিল। তবে এবার রমজান মাসটি ৩০ দিনেরই হয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে রোজা ২৯টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারই চাঁদ দেখা যাবে। কারণ গতকালই চাঁদটির জন্ম হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!