খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

পাকিস্তানে পিকআপের সঙ্গে ধাক্কায় বাসে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে যাত্রীবাহি একটি বাসে আগুন ধরে নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাওয়া একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (২০ আগস্ট) ভোরে প্রদেশটির পিন্ডি ভাটিয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। বাসটি ইসলামাবাদ থেকে করাচি যাচ্ছিল। বাসটিতে আগুনের ঘটনায় চালকও নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ অফিসার ড. ফাহাদ বলেন, পিন্ডি ভাটিয়ান এলাকায় ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুত্বর।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হচ্ছে। আহতদের মধ্যে সাতজনকে রাজনপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের ফাজিলপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

গত জুন মাসে ইসলামাবাদ-লাহোর মটোরওয়েতে একটি যাত্রীবাহি বাসে দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ১২ জন নিহত হয় এবং আহত হয় ২৪ জন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!