পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এবার পাকিস্তানিরা যাতে আইপিএলের খেলাগুলো টিভিতেও দেখতে না পারে, সে ব্যবস্থা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অথচ, বিশ্বের ১২০টি দেশে আইপিএল দেখা যাবে। কিন্তু ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে শুধু দেখা যাবে না পাকিস্তানেই।
পুরো বিশ্বের প্রায় ১২০টি দেশে ভারতের এই মেগা টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হলেও পাকিস্তানের কোনও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেনি আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। ফলে পাকিস্তানে এবছরও আইপিএল লাইভ দেখা যাবে না।
পাকিস্তানে আইপিএল সম্প্রচার না হলেও টুর্নামেন্টটির সার্বিক ভিউয়ারশিপে তেমন প্রভাব পড়বে না বলেই ধারণা স্টার স্পোর্টসের। কারণ, এবারের টুর্নামেন্ট পৌঁছে দেয়া হচ্ছে ক্রিকেট বিশ্বের প্রতিটি প্রান্তে।
ভারতের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ‘বিশ্বের মোট ১২০টি দেশে এবারের আইপিএল সম্প্রচার করবে স্টার স্পোর্টস এবং তাদের সহকারী সংস্থাগুলো। দেশগুলোতে টেলিভিশন সম্প্রচার সম্ভব না হলেও অ্যাপের মাধ্যমে তা লাইভ স্ট্রিম করা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, আফ্রিকা এমনকি কানাডা, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এই আইপিএল দেখানো হবে। তবে বাদ যাচ্ছে শুধু পাকিস্তান।
খুলনা গেজেট/এএমআর