পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে জেলে রাখা হয়েছে, সেখানে ভারী অস্ত্রশস্ত্রসহ হামলা চেষ্টার পর তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। খবর- এনডিটিভি
বৃহস্পতিবার রাত্রে সেন্ট্রাল জেল আদিয়ালায় এ হামলার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ওই তিনজনের কাছ থেকে ভারী অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক, এবং ঐ জেলের ম্যাপ পাওয়া যায়।
পুলিশ আরও জানিয়েছে, ওই তিনজন আফগানিস্তানের নাগরিক। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জেলের আশেপাশে এখনো খোঁজাখুঁজি চালাচ্ছে পুলিশ।
সেন্ট্রাল জেল আদিয়ালার সবচেয়ে জনপ্রিয় কয়েদীদের মধ্যে রয়েছেন ইমরান খান, একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
খুলনা গেজেট/এনএম