পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাংকে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
অপারেশন বুনিয়ান-উন মারসুস চলাকালে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং শত্রুদের পরাস্ত করতে সর্বোত্তম কৌশল ও সাহসিকতার জন্য তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
১৯৫৮ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরে আয়ুব নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছিলেন। সেই অর্থে মুনির হলেন পাক সেনার ইতিহাসে প্রথম অফিসার যাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করল অসামরিক নির্বাচিত সরকার।
সাংবাদিক আবু রূশদ জানিয়েছেন, এর আগে পাকিস্তানে আইয়ুব খান ফিল্ড মার্শাল ছিলেন।
ভারতেও ফিল্ড মার্শাল দুইজন। প্রথম ফিল্ড মার্শাল ছিলেন ১৯৭১ এর যুদ্ধ জয়ী মানেকশ। এরপর ফিল্ড মার্শাল হন সেদেশের প্রথম ভারতীয় সেনাপ্রধান কারিআপ্পা!
ফিল্ড মার্শাল কখনো অবসরে যান না! আমৃত্যু ইউনিফর্ম পড়তে পারেন!
খুলনা গেজেট/এমএনএস