উড়তে থাকা পাকিস্তানকে মাটিতে নামাল অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। এরপর প্রতিটা ম্যাচেই ছিল চোখ ধাঁধানো পারফরম্যান্স।
কিন্তু বৃহস্পতিবার সেমিফাইনালে অপ্রতিরোধ্য পাকিস্তানকে থামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর ফের ফাইনালে যাওয়া হলো না পাকিস্তানের। শ্বাসরুদ্ধকর ম্যাচে মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েডের বীরত্বে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।
শেষ ম্যাথু ওয়েডের টানা ৩ ছক্কায় পাকিস্তানের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
এমন অবিশ্বাস্য জয়ের পর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘এটা ছিল দারুণ এক ম্যাচ। ম্যাথু ওয়েড যেভাবে তার স্নায়ুচাপ সামলে রেখেছিলেন তা এক কথায় অসাধারণ। মার্কাস স্টয়নিসের সাথে ওয়েডের জুটিটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি ভেবেছিলাম আমরা খুব অগোছালো খেলেছি। আমরা তাদের গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলে দিয়েছি। যদিও সেগুলো কঠিন ছিল। কিন্তু আজ আমরা যা দেখিয়েছি তাহলো আমাদের সব খেলোয়াড়দের সেরাটা দিয়েছে। খেলায় প্রত্যেকের অবদানের জন্য।এটা সত্যিই অদ্ভুত।’
কন্ডিশনের বিষয়ে ফিঞ্চ বলেন,‘ আজ কোনো শিশির সমস্যা ছিল না। কিন্তু আলো যতটা তীক্ষ্ন হয়েছে উইকেটের গতি ততোই বেড়ে যায়। আমি টস হেরে বোর্ডে টোটাল রেখে ডিফেন্ড করার আশা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই টার্গেট তাড়া করাটা ভালো ছিল।’