গ্রুপিংয়ের পর ফিকশ্চারও হয়ে গেছে আগামী বছর জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকির। ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় দক্ষিণ কোরিয়া। অন্য দলটি চাইনিজ তাইপে।
প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ পাকিস্তান। ম্যাচটি হবে ফ্লাডলাইটের আলোয় রাত ৮টায়। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
আশরাফুল-হিমেলরা একদিন বিরতি দিয়ে ২৪ জানুয়ারি খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। ২৫ জানুয়ারি বাংলাদেশের কোনো ম্যাচ নেই। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে।
‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ছিল ওমান। মধ্যপ্রাচ্যেও দেশটি নাম প্রত্যাহার করে নেয়ায় সিঙ্গাপুরকে অন্তর্ভূক্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন।
২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ ৫-৪ গোলে ওমানকে এবং ২-০ গোলে কোরিয়াকে হারিয়েছিল। পাকিস্তানের কাছে হেরেছিল ৩-১ গোলে।
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজ জার্সিধারী যুবারা জাপানের কাছে হেরে যায় ৩-০ গোলে। এর পর স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হারে ৮-০ গোলে।
খুলনা গেজেট/এএমআর