খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে দাপট দেখানো দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে জয় নিয়েই ফিরেছে। শেশ মুহূর্তে হমে ওঠা ম্যাচে প্রোটিয়ারা জয় পেয়েছে ১ উইকেটে। ২৭১ রানের লক্ষে খেলতে নেমে ১৬বল বাকী থাকতে এ জয় পায় প্রোটিয়ারা ।

এর আগে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংগ্রহটা বড় করতে পারেনি পাকিস্তান। ইনিংসের ২০ বল বাকি থাকতেই ২৭০ রানে অলআউট হয়েছে বাবর-রিজওয়ানরা। তাবরেজ শামসি এবং মার্কো ইয়ানসেনের বোলিংয়ে সুবিধা করতে পারেনি দলটি।

সৌদ শাকিল ও বাবর আজম ফিফটির পরে শাদাব খানের ৪৩ রানের ঝড়ো ইনিংসে পাকিস্তান এ সংগ্রহ দাঁড় করায়। সৌদ ৫২ বলে ৫২ ও বাবর ৬৫ বলে ৫০ রান করেন। একাদশে ফিরেই শামসি ৪ উইকেট শিকার করেন। ইয়ানসেন নেন ৩টি উইকেট। এছাড়া কোটজে ২টি ও এনগিদি ১টি উইকেট পান।

চেন্নাইয়ের এম. চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে নিজেরাই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!