ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করেছিল টাইগাররা। তবে উদ্বোধনী জুটিটাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল।
পাওয়ারপ্লের পর দ্বাদশ ওভারে বড় শট খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন ৩০ মিটার সার্কেলের মধ্যে। তবে মিরাজের বিদায়ের পর তৃতীয় উইকেটে ধীরগতিতে খেলে জুটি গড়ার চেষ্টা করেন শান্ত এবং তাওহীদ হৃদয়। তবে হৃদয় হতাশ করেছেন বেশ।
রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ২০ বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। অবশ্য মারার চেষ্টাও করেননি। চাপে পড়ে ২৪তম বলে বাউন্ডারির চেষ্টায় ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে যান তিনি। তবে এবার সঙ্গ দেয়নি ভাগ্য। কাভারে উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আর তাতে ১০০ পেরোনোর আগেই বাংলাদেশের তিন ব্যাটার সাজঘরে।
অভিজ্ঞ মুশফিকুর রহিমের খারাপ সময় চলছেই। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন ২ রানে। ব্রেসওয়েলের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
সৌম্য সরকারের বদলি হিসেবে দলে আসা মাহমুদউল্লাহও বা কী করলেন! ১৪ বলে ৪ রান করে তিনিও ব্রেসওয়েলের শিকারে পরিণত হন। ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়েন শান্ত-জাকের আলী। তবে এই জুটি এগিয়েছে কচ্ছপের গতিতে।
সেট হয়েও হাত খুলে খেলতে পারেননি শান্ত। শেষ পর্যন্ত ৭৭ রানে থামে তার ধীরগতির ইনিংস। ৯ চারে ৭৭ রান করেছেন অধিনায়ক। আট নম্বরে নেমে রিশাদ হোসেন রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে ২৫ বলে ২৬ রানের বেশি করতে পারেননি তিনি।
অষ্টম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে কোনোরকম লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৪৫ রান করেন তিনি। ২৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল শিকার করেছেন ৪ উইকেট। উইলিয়াম ও’রোর্কে ২টি, ম্যাট হেনরি ও কাইল জেমিসন নিয়েছেন একটি করে উইকেট।
খুলনা গেজেট/এমএম