খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের ‘৬’ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ উত্থান ঘটল বাংলাদেশের। সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে টাইগাররা। বাংলাদেশের এই উত্থানের সুযোগ করে দিয়েছে পাকিস্তানের পরাজয়।

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের ‘৬’ নম্বরে বাংলাদেশ
প্রথম ওয়ানডে হেরে পাকিস্তান নেমে গেছে সাতে, বাংলাদেশ উঠে এসেছে ছয়ে। মঙ্গলবার (২৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান ও সফরকারী অস্ট্রেলিয়া। ৮৮ রানের পরাজয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট কিছু কমেছে।

সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। প্রথম ম্যাচে হারের পর দলটির রেটিং ৯২.৫০। বাংলাদেশের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৩.০৬। পাকিস্তানের চেয়ে দশমিক ব্যবধানে অল্প এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান এখন র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।

পাকিস্তান যদি এই সিরিজে হোয়াইটওয়াশ হয় তাহলে বাংলাদেশ লম্বা সময়ের জন্য ষষ্ঠ স্থানে থাকার সুযোগ পাবে। পাকিস্তান সিরিজের একটি ম্যাচ জিতলে অর্থাৎ হোয়াইটওয়াশ এড়াতে পারলেই তারা আবার ষষ্ঠ স্থান দখল করবে।

এদিকে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার রেটিং ছিল ১১৬, প্রথম ম্যাচের জয়ে যা বেড়ে হয়েছে ১১৭।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!