খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

পাওনা টাকা না দেয়ায় বিষ খাইয়ে শিশুকে হত্যার চেষ্টা

গে‌জেট ডেস্ক

চুয়াডাঙ্গা সদরে ‘পাওনা টাকা না দেয়ায়’ বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটিকে মারধরও করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোববার রাত ১০ টার দিকে শিশুটিকে ভর্তি করা হয়েছে। এর আগে রাত ৯ টার দিকে সদর উপজেলার উকতো গ্রামে ওই ঘটনা ঘটে।

আহত শিশুর নাম আজহারুল ইসলাম। ১২ বছরের আজহারুল উকতো গ্রামের মাদ্রাসাপাড়ার শফি উদ্দিনের ছেলে।

আজহারুলের বাবা শফি উদ্দিন জানান, তার ছেলে বিভিন্ন সময় একই গ্রামের আনিছুর রহমানের হোটেলে বাকিতে খাবার খেত। পরে বাড়ি থেকে টাকা নিয়ে বকেয়া পরিশোধ করত সে। রোববার রাতে আনিছুরের হোটেলে খাবার না খেয়ে অন্য একটি হোটেলে খাবার খায় আজহারুল। বিষয়টি জানতে পেরে পাওনা টাকা দাবি করে আজহারুলকে হোটেলে ডেকে নেন আনিছুর।

শফি উদ্দিন আরও জানান, হোটেলে ডেকে জোর করে বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে দেয়া হয় আজহারুলকে। এ সময় তাকে মারধরও করা হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক শাকিল আর সালান বলেন, ‘আমরা শিশুটির পাকস্থলী ওয়াশ করেছি। তার পাকস্থলীতে কীটনাশকের ট্রেস (উপস্থিতি) পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শিশুটি আশঙ্কামুক্ত কি না তা নিশ্চিত হওয়া যাবে না। তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসী বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!