খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

পাওনা টাকা ফেরত চাওয়ায় দৌলতপুরে ঘের ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

পাওয়া অর্থ ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পাওনাদার মোঃ শাহিন শেখসহ দু’জনকে কুপিয়ে জখম করেছে দেনাদার। আজ বুধবার পৌনে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুরের কার্তিককুল বউ বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত শাহিন শেখ দৌলতপুরের মহেশ্বরপাশা কার্তিককুল বউবাজার এলাকার মোঃ সোবাহান শেখের ছেলে। তাকে খুলান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানিয়েছেন, বুধবার সকালে দৌলতপুরের কার্তিকুল বউ বাজারে ঘের ব্যবসায়ী শাহিন শেখ (৪২) স্থানীয় রাজীব নামের একজনের কাছে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে রাজীব ও শামীম মিলে পাওনাদার শাহিন শেখকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এসময়ে ডান ঘাড়ে কোপ হাতের নোখে কোপ দেয়। এতে গুরুতর রক্তাক্ত জখম হন শাহীন শেখ। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি ১১/১২নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজীব (৩২) একই এলাকার আনসার ফকিরের ছেলে এবং শামীম (৩৮) আব্দুল জলিলের ছেলে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!