খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা
  অমর একুশে ফেব্রুয়ারি আজ, ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার

পাইকগাছা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

পাইকগাছা প্রতি‌নি‌ধি

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, খুনি শেখ হাসিনা শুধু গণহত্যা করেনি; বাংলাদেশের ভূ-খন্ডকেও বিকিয়ে দিতে বসেছিল। মেগাপ্রকল্পের অন্তরালে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য নির্বাচিত সরকার দরকার। জনগনের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিএনপি’র। তাই বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ভুলে ঐক্যবদ্ধভাবে ঘর গুছিয়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

বুধবার (১৯ ফেব্র“য়ারি) বিকালে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ। সভার শেষাংশে সর্বসম্মতিক্রমে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ‍্যাড. মোমরেজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল‍্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জাফরী নেওয়াজ চন্দন, তুষার কান্তি মন্ডল, আনোয়ার হোসেন আনো, আসলাম পারভেজ, শেখ ইমাদুল ইসলাম, সেলিম রেজা লাকী, মোস্তফা মোড়ল, ইমদাদুল হক ইমদাদ, সেলিম নেওয়াজ, তহিদুজ্জামান মুকুল, আবু মুসা, ইব্রাহিম গাজী, তোফাজ্জেল ও আতাউর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপি নেতা মোঃ আবুল হোসেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!