পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি প্রমুখ। উল্লেখ্য, নতুন ভবন নির্মাণের জন্য ৪৪ লাখ টাকা বরাদ্ধ হয়েছে।
খুলনা গেজেট/কেএম