খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

পাইকগাছা-কয়রায় ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : এমপি বাবু

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে সচল করে ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত উপজেলার সাবেক, বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আক্তারুজ্জামান বাবু কয়রার গর্ব আন্তর্জাতিক তীরন্দাজ রোমান সানার উদাহরণ তুলে ধরে ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল, হাডুডু, সাঁতার, তীরন্দাজ, ভলিবলসহ ক্রিকেট ও বিভিন্ন খেলাধূলায় উৎসাহ যোগাতে সাধ্যমত ভুমিকা রাখার কথা জানান। তিনি ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে পাইকগাছা-কয়রায় খেলাধুলার মান উন্নয়নে মিনি রাসেল স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা দেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, উপজেলা আ’লীগের সাবেক নেতা দীপক মন্ডল, শেখ ইকবাল হোসেন খোকন, আরশাদ আলী বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, প্যানেল চেয়ারম্যান আঃ সালাম কেরু, সহকারী অধ্যাঃ শেস রহুল কুদ্দুস, যুবলীগের আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, ব্যবসায়ী দাউদ শরীফ, শেখ জিয়াদুল ইসলামসহ বিভিন্ন ক্লাব সভাপতি-সম্পাদক ও খেলোয়ারদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, রঞ্জন দেবনাথ, প্রভাষক আঃ রহমান বাবলু, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, জগদীশ দে, তুষার মন্ডল, জ্যোতি মন্ডল, সম্রাট, বাচ্চু লোহানী, দিপংকর মন্ডল, শফি মোড়ল, সাকলাইন মোস্তাক, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, আল ইদ্রিস, সালাউদ্দীন কাদের, রাসেল, রমজান, সৌরভ,শশী প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!