খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রধান প্রতিদ্বন্দী আ’লীগ ও বিএনপি’র প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। বাকী শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। গত ১৫ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আ’লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অপরদিকে, বিএনপির মনোনয়ন পাচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রসঙ্গত্ব, গত ১৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী (৭৩) ইন্তেকাল করেন।
আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মোঃ মোরশেদ আলী, যশোর সদর উপজেলায় নূরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলায় রায়হান উদ্দিন শান্ত, মোল্যাহাট উপজেলায় শেখ রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোহাঃ শফিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলায় মোঃ তরিকুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় গণভবনে আ’লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আ’লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খুলনা গেজেট/এআইএন