পাইকগাছার লতা ইউনিয়নের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের উদ্যোগে ও দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় “ইমার্জেন্সি সাপোর্ট এন্ড এন্টসিপিটেড ইফোর্ট ফর সাউথ ওয়েস্ট কোস্টাল বাংলাদেশ” শীর্ষ প্রকল্পের আওতায় ইউনিয়নের ১শ পরিবারের প্রত্যেকের মাঝে নগদ ৩ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা হিসেবে বালতি, মগ, স্যানিটারী ন্যাপকিন, লাইফবয়, লাক্স সাবান, মাস্ক, হুইল পাউডার সহ বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, নবলোকের সহকারী প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান সেতু, মনিটরিং এন্ড ইভ্যুলেশন সমন্বয়কারী রিয়াজুল করিম ও ন্যাপ ফোকাল পূর্ণেন্দু রায়।
খুলনা গেজেট/কেএম