পাইকগাছায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ফেইজ -২ আওতায় রাড়ুলী ইউনিয়নের অবহেলিত হত-দরিদ্রদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং বাংলাদেশ মেথোডিষ্ট কমিউনিটি সোশ্যাল সার্ভিসের পরিচালনায় জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রম, কোভিড-১৯ এর অংশ হিসাবে এসকল খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২৪৫ টি উপকারভোগী হত-দরিদ্র পরিবারের মাঝে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ৮নং রাড়ুলী ইউনিয়ানের কাটিপাড়া, রাড়ুলী ও বাঁকা গ্রামের হত-দরিদ্র পরিবারে সরবরাহকৃত উপকরণ চাল-১৪ কেজি, ডাল-১.৫ কেজি, সয়াবিন তেল ০.৫ লিটার, আলু-৩ কেজি, লন্ড্রি সাবান-২টি, মাস্ক-৪টি ও বহণ ব্যাগ ১ টি বিতরণ করা হয়েছে। এসময়ে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক দিপংকর দাস, সমাজকর্মী- সাধন সরকার, সি.এ উত্তম কুমার কুন্ডু সহ উপকারভোগী সদস্যবৃন্দ।
খুলনা গেজেট / এমএম