খুলনার পাইকগাছায় সরকারী খালের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের ঘটনায় অভিযোগ হয়েছে। গত ১৭ মে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর দায়ের করা অভিযোগপত্রের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে জানানো হয়, গত ১৭ মে উপজেলার সোলাদানা ইউনিয়নে মরাকুচিয়া খালের উপর স্থানীয় টেংরামারী গ্রামের অনুকুল মন্ডলের ছেলে শংকর মন্ডল অবৈধভাবে পাঁকা দোকান ঘর নির্মাণ করেছে।
এদিকে অভিযোগের ১২ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় অভিযোগকারীদের মধ্যে ক্ষোভের উদ্গ্রেক হয়েছে।
এব্যাপারে স্থানীয় জনৈক প্রনব ব্যানার্জী বলেন, মরা কুচিয়া খাল দখল করে স্থাপনা নির্মাণের ঘটনা নতুন। এর আগেও এ রকম দখলের ঘটনা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শংকর মন্ডল সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, তার মামা অধির কৃষ্ণ মন্ডল থেকে তাকে সেখানে বসিয়েছেন। তিনি সেখানে গত ১০ বছর ধরে সেখানে মুদি ও কাপড়ের ব্যবসা করে আসছেন বলেও দাবি করেন।
সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, বিষয়টি তার জানা নেই। এমনটি হলে তা সঠিক হবেনা বলে মন্তব্য তার।
এব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভুমি কর্মকর্তা (ইউএলএও) কামরুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন। সরকারি জায়গায় অবৈধভাবে কারো কোন প্রকার স্থাপনা নির্মাণের সুযোগ নেই বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই