পাইকগাছায় সরকারি খালের অবৈধ নেট-পাটা অপসারণ এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি সম্পত্তি অবৈধ দখল ও মাস্ক ব্যবহার না করার বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের জিরো টলারেন্স নীতিকে অনুসরণ করে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম অভিযান চালিয়ে নাছিরপুর সরকারি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করেন। এরপর তিনি কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৪ ব্যক্তিকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দার।
খুলনা গেজেট/এনএম