পাইকগাছায় ভবিষ্যৎ মৎস্য সম্পদ ও পুষ্টি বিষয়ক এক সেমিনার শনিবার সকালে লোনাপানি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মৎস্য বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মাছ, ফল-মূল, প্রসাধনী ও বিভিন্ন খাবারের উপকারিতা এবং ক্ষতিকারকের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, শরিফুল আলম রুবেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতীম সরকার, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান।
সেমিনারে এলাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্য বিভাগ ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এনএম