খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শেষ দিনের শুনানি চলছে
  শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

পাইকগাছায় ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌর সদরে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালি এলাকায় সোনালী ব্যাংক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, থানার পাশেই তার ৩ তলা বাড়ি রয়েছে। যার দ্বিতল ভবনে একটিতে নিজেরাই বসবাস করেন এবং বাকি বাসা পুলিশ কর্মকর্তা সহ অন্যদের ভাড়া দেওয়া রয়েছে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে রফিকুল ইসলাম শুক্রবার গ্রামের বাড়িতে বেড়াতে যান। সোমবার অফিস করে সন্ধ্যার দিকে বাসা থেকে গ্রামের বাড়িতে যান। এ দিন রাতে কে বা কারা ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল তছনছ করে এবং শোকেসে থাকা ৬ভরি স্বর্ণালংকার ও নগদ আনুমানিক ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রথমে কাজের মহিলা দরজা খোলা দেখে পাশের বাসার লোককে অবহিত করে। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে সব তছনছ করা দেখতে পায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। থানার এসআই আবুল কাশেম জানান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!