খুলনার পাইকগাছার গদাইপুর এলাকার বিভিন্ন নার্সারি থেকে পালাক্রমে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। টিউবওয়েলসহ নার্সারীর প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম চুরির ফলে রীতিমত চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী নার্সারি মালিকরা। এতে করে বিভিন্ন জাতের গাছের চারায় পানি দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও দাবি করেন তারা। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় জিডি করেছে সমিতি সংশ্লিষ্টরা।
জিডি ও উপজেলা নার্সারি মালিক সমিতি সূত্রে জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নে কয়েকশ’ বিভিন্ন প্রজাতির গাছের চারার নার্সারি রয়েছে। সংশ্লিষ্টরা জানায় এসব নার্সারি থেকে গত ২৪ ও ২৫ আগস্ট রাতে লেয়াকত, গফ্ফার, রাজীব, আকবার, ইনসাফ, মনিরুল, সাহেব আলীসহ বিভিন্ন নার্সারি থেকে টিউবওয়েল, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।
নার্সারি মালিকদের দাবি, হঠাত করেই কয়েকদিন যাবত নিয়মিত রাতে নার্সারিতে চুরি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় মাইকে ব্যাপক প্রচার করা হয়েছে।
সর্বশেষ এ ব্যাপারে সকলের পক্ষে নার্সারি মালিক মনিরুল মোড়ল পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, চোরদের শনাক্ত পূর্বক আইনের আওতায় নিতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এমএনএস