পাইকগাছায় ক্ষুদ্র ঋণ প্রদানে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সফল প্রকল্পের কৃষকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সলিডারিডাড ও উত্তরণের সহযোগিতায় সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক ব্যবস্থাপক আরিফ উদ্দীন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক সমীর হরী, জনতা ব্যাংক ব্যবস্থাপক আবুল হোসেন, রুপালী ব্যাংক ব্যবস্থাপক পবিত্র কুমার সোম, উত্তরণ সফল প্রকল্পের ইএমডিও রিয়াজুল আহম্মেদ রাজ, সলিডারিডাড এর পিওএসসিও মনিরুজ্জামান, সফল প্রকল্পের ম্যানেজার নাজমুল বাসার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজা সুলতানা, মুন্না, অজয় ঘোষ, কামরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ইমরান রহমান। সভায় ৪০ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যক্তা অংশ গ্রহন করেন। সভায় ঘুর্ণীঝড় আম্পান ও মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সহজ শর্তে কৃষি প্রণোদনার ঋণ নিয়ে যাতে নতুনভাবে কৃষি উৎপাদন বাড়াতে এবং ক্ষতি পুসিয়ে নিতে পারে এজন্য ঋণ প্রদানকারি প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করা হয়।
খুলনা গেজেট/এনএম