খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

পাইকগাছায় আ’লীগের দু’পক্ষের সভায় ১৪৪ ধারা জারি

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছার গড়ইখালীতে একই সময়ে পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগ সভা আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী মাধ্যমিক কাম সাইক্লোন শেল্টারে ইউনিয়ন আ’লীগ মতবিনিময় সভার আহবান করে। অপরদিকে একই সময়ে গড়ইখালী আলমশাহী ইনষ্টিটিউট-এ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগও সভা আহবান করে।

আইনশৃঙ্খলা বিঘ্নিত ও করোনার কারণে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে এমন আশঙ্কায় পৃথক দু’টি সভা স্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এদিকে কুমখালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অর্দ্ধেন্দু শেখর মন্ডল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএ’র দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মাদ শহীদ উল্লাহ, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, জেলা যুবলীগ নেতা জামিল খান, সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু।

বক্তৃতা করেন আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও কওছার আলী জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান মুনসুর আলী গাজী, আ’লীগ নেতা সরদার গোলাম মোস্তফা, জিএম ইকরামুল ইসলাম, শেখ রাশেদুল ইসলাম রাসেল, এসএম রেজাউল হক, বিজন বিহারী সরকার, শেখ গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, বিএম শফি, গাজী মিজান, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, এড. শেখ আবুল কালাম আজাদ, প্রণব কান্তি মন্ডল, সরদার জালাল উদ্দীন, শেখ রাজু আহমেদ, বাবুল হোসেন বাবু গাইন, কামরুল গাইন, সুকুমার ঢালী, দেবব্রত রায়, পরেশ মন্ডল, বাবুলাল বিশ্বাস, এজাহার আলী, মুজিবর ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, সাধারন সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, সাব্বির হোসেন, ফাইমিন, আরিফ জয়, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু ও হামিম সানা।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফি ও ওসি (তদন্ত) আশরাফুল আলম।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!