খুলনা জেলা পরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেছেন, ‘আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত ছিলেন। আমিও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার একজন সৈনিক হয়ে আজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।’
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও তারই নির্দেশে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য স্ব-উদ্যোগে ও নিজ অর্থায়নে দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে যাচ্ছেন বলে তিনি জানান।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পাইকগাছায় আইনজীবী সমিতির সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এসব কথা বলেন।
পাইকগাছা আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. শেখ তৈয়ব হোসেন নুরের পরিচালনায় পিপিই, মাস্ক, সাবান সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, সিনিয়র সহকারী জজ মোঃ সালাউদ্দীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ্ব এড. জি এ সবুর, এড. টি এম মহিউদ্দীন, এড. অজিত কুমার মন্ডল, এড. পঙ্কজ কুমার ধর, এড. চিত্তরঞ্জন মন্ডল, এড. মোজাফফর হোসেন, এড. শফিকুল ইসলাম কচি, এড. এফ এম এ রাজ্জাক, এড. আব্দুল মজিদ, এড. প্রশান্ত ঘোষ, এড. রেহানা পারভীন, এড. সাহিদুর রহমান মিঠু, এড. শেখ আব্দুর রশিদ।
খুলনা গেজেট/এনএম