পাইকগাছায় প্রথম বারের মতো জুম এ্যাপের মাধ্যমে উপজেলার মাসিক আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও এবিএম খালিদ হোসেন এর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জুমএ্যাপের মাধ্যমে সভায় যুক্ত হন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি মোঃ এজাজ শফী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ।
পরে একই স্থানে উপজেরা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী এর সভাপতিত্বে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত, করোনা প্রতিরোধ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন, সামাজিক কর্মসূচি ও অনলাইন শিক্ষা ব্যবস্থা কার্যকর করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এনএম