খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও ভারতীয় মোড়কে দেশীয় খাদ্যপণ্য মোড়ক ও বাজারজাত করার অপরাধে স্থানীয় মদন চানাচুর ফ্যাক্টরীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ যৌথ অভিযানটি পরিচালনা করেন।
এ সময় প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারী ও সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করায় মদন চানাচুর ফ্যাক্টরীর মালিককে ১০ হাজার টাকা ও ভারতীয় মোড়কে দেশীয় খাদ্যপ্য মোড়ক ও বাজারজাত করার অপরাধে আরও ৬০ হাজার মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জব্দকৃত অবৈধ ভারতীয় প্যাকেটসমূহ কপোতাক্ষ তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগীতা করেন। এ সময় তারা আরোও বলেন যে, জনস্বাস্থ্য সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এইচ