মৎস্য আইন বাস্তবায়নে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গত দু’দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মাছ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাইকগাছা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার কপিলমুনি, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের কয়েকটি মৎস্য বাজারে অভিযান পরিচালনা করে ৫ মাছ ব্যবসায়ীকে ওই জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় গদারডাঙ্গা গ্রামের অনিমেশকে ৩ হাজার টাকা, বাহিরবুনিয়া গ্রামের মাসুদ সানাকে ২ হাজার, পুটিমারী গ্রামের ইমাদুল শেখকে ২ হাজার টাকা।
এর আগে সোমবার লস্কর গ্রামের মনোজিত বৈরাগীকে ৫ হাজার, গজালিয়া গ্রামের শিবপদ বৈরাগীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় নৌ-পুলিশের পাইকগাছা ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শরীফ আল মামুনসহ সরকারি অন্যান্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জনস্বার্থে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
খুলনা গেজেট/এনএম