রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের রবিন্দ্রনাথ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গুলিবিদ্ধরা হলেন মৃত কানু বিশ্বাসের ছেলে লক্ষণ কুমার বিশ্বাস (৩৭), বিবেক মন্ডলের ছেলে সুজন মন্ডল (২২) ও মৃত জ্ঞানেন্দ্রনাথ মন্ডলের ছেলে রুপ কুমার মন্ডল (৩২)। এ ছাড়া সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে বিবেক চন্দ্র মন্ডল (৪৮) আহত হন।
রবীন্দ্রনাথ মন্ডলের বড় ছেলে প্রদীপ কুমার মন্ডল বলেন, গতকাল রাত ২টার পরে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের বাড়ির পেছনের গেটের তালা ভেঙে প্রবেশ করে। এরপর তারা আমার বাবা-মা ও ভাইসহ ৭ জনকে অস্ত্র দেখিয়ে ডাকাতি করার চেষ্টা করে। তখন তারা ৫ লাখ টাকা চাদা দাবি করে বলে টাকা দেওয়া না হলে পরের বার এসে হত্যা করবে। এ সময় আমি কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন তারা পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। আমার ছোট ভাই ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চায়। পরে কসবামাজাই ফাঁড়ির পুলিশ এসে আধা ঘণ্টা থেকে চলে যায়। এ সময় তাদের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়।
পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত হয়েছেন। সন্ত্রাসীরা ডাকাতি করতে এসে ব্যর্থ হয়ে গুলি করে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে